website-designThe actress Pori moni rode in a palanquin with the bride Sej Raj

বধু সেজে রাজকে নিয়ে পালকিতে চড়লেন চিত্রনায়িকা পরীমনি

Spread the love

রাজধানীর শেফস টেবিলের কোর্টসাইডে গতকাল বুধবার বিকেলে বসেছিল বিয়ের আসর। কাদের বিয়ে? গুণিন বাড়ির রমিজ আর মিয়া বাড়ির রাবেয়ার বিয়ে। বড় পর্দায় রমিজ আর রাবেয়াকে জীবন্ত করেছেন বাস্তবের শরিফুল রাজ আর পরীমনি। রাজ পরী যে সম্পর্কে বর বউ, তা আর জানতে কারও বাকি নেই। সিনেমার মুক্তিকে সামনে রেখে আরও একবার বিয়ের অনুষ্ঠান হলো ‘চরকি’র আয়োজনে। ছবিতে দেখে নেওয়া যাক ‘গুণিন’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে দেশের আলোচিত এই নায়িকার সাজগোজ।

তখনো আসেনি বিয়ের শাড়ি। এদিকে মেকআপ আর গয়না পরে তৈরি বউ !

এই বিয়েতে পরী পরেছিলেন আকাশি নীল বেনারসি। এর ভেতরে রুপালি জরির সূক্ষ্ম কাজ করা !

বউয়ের সঙ্গে মিলিয়ে বর শরিফুল রাজ পরেছিলেন নীল শেরওয়ানি। তাতে সোনালি কাজ !

বউ সাজিয়েছেন দেশের জনপ্রিয় ব্রাইডাল মেকআপ আর্টিস্ট জাহিদ খান !

নিজেকে বউয়ের সাজে দেখতে কেমন লাগছে? এমন প্রশ্নের উত্তরে অন্তঃসত্ত্বা পরী বলেন, ‘আমি তো আয়নার সামনে থেকে সরতেই পারছি না। ও এলে পরী আর রাজের সন্তান আবার বিয়ে করব। ও আমাদের বিয়ের দাওয়াত, খাওয়া মিস করবে কেন!

রাজ পরীকে মাঝে রেখে গুণিনের প্রিমিয়ারে ধামাইল গান আমি ঘোমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়াতে নাচেন নৃত্যশিল্পীরা। তাঁদের পরনে ছিল ‘মালা শাড়ি !

বিয়ের সাজে ছিল আধুনিক আর ঐতিহ্যের মিশেল। ন্যাচারাল আর ন্যুড মেকআপে বউ সেজেছিলেন পরী !

কপালে ছোট্ট সাদা পাথরের টিপ। গলায়, কানে সবুজ আর সাদা পাথরের গয়না। নাকে ছিল বড় নথ। বাদ যায়নি মাথার টিকলি। কপালে, ভ্রুর ওপরে গ্রামের বউয়ের সাজের মতো ছোট্ট করে চন্দনের ফোঁটাও দেওয়া হয়েছে !

চুল বেণি করে সেখানে জুড়ে দিয়েছিলেন সাদা ফুলের মালা, পরী আর রাজের সাজের প্রশংসা করেছেন আমন্ত্রিত অতিথিরা !