নানা রূপে মেহ্জাবীন
অভিনয়ের এক যুগ পার করেছেন মেহজাবীন চৌধুরী।
২০১০ সালের ২১ ফেব্রুয়ারি মেহজাবীন অভিনীত প্রথম নাটক তুমি থাকো সিন্ধুপারে প্রচারিত হয়।
নাটকটি পরিচালনা করেছিলেন ইফতেখার আহমেদ ফাহমি
এর পর প্রায় সাড়ে চার শ নাটকে অভিনয় করেছেন মেহজাবীন। বিচিত্র সব চরিত্রে তাঁকে পর্দায় পেয়েছেন দর্শকেরা
একটি আন্তর্জাতিক বিমান সংস্থার কর্মকর্তা বাবার চাকরিসূত্রে মেহজাবীনের ছেলেবেলা কেটেছে ওমান ও দুবাইতে। ২০০৮ সালে দেশে ফিরেছিলেন তিনি
২০০৯ সালে লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ান হন মেহজাবীন। অভিনয়ের জন্য পান ২০১৭ সালে পান মেরিল–প্রথম আলো পুরস্কার
নিজের পছন্দের সেরা নাটকগুলোর মধ্যে রয়েছে বড় ছেলে, সোনালী ডানার চিল, বুকের বাঁ পাশে, ফেরার পথ নেই, হাতটা দাও না বাড়িয়ে, চিরকাল আজ
সম্প্রতি মুক্তি পাওয়া থ্রিলার রেডরাম –এ অন্যরকম এক মেহজাবীনকে পেয়েছেন দর্শক
নারী অভিনয়শিল্পীদের মধ্যে মেহজাবীনের এগিয়ে চলা অনুপ্রাণিত করেছে বহু তরুণীকে
ইনস্টাগ্রামে মেহজাবীনের ৪৪ লাখ অনুসারী